অভিবাসী সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগ নিন : জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা

Source: www.nrbnews24.com

জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীর চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা করতে না পারলে আমরা কখনোই টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হবো না। শেখ হাসিনা মঙ্গলবার রাতে মরক্কোর মারাকাশে জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনের (কপ-২২) উচ্চপর্যায়ের বৈঠকে এ কথা বলেন। তিনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ হুমকির বিরুদ্ধে লড়াই করতে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান। এই বৈঠকে বাংলাদেশসহ ১১৫টি দেশের ৮০ জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সিনিয়র মন্ত্রীরা অংশ নিয়েছেন। খবর : ইত্তেফাক অনলাইনপ্রধানমন্ত্রী বলেন, মারাকাশ সম্মেলন বিশেষ তাত্পর্য বহন করে। কারণ গত বছর প্যারিসে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থবহ সহযোগিতা গড়ে তুলতে স্বাক্ষরিত   ঐতিহাসিক চুক্তি চলতি বছর বাস্তবায়িত হতে যাচ্ছে। গত বছর গৃহীত সিদ্ধান্তসমূহ এগিয়ে নেয়ার এটাই সময়-উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি অর্থবহ সহযোগিতার সুদৃঢ় ভিত্তি গড়ে তুলেছে।

BASUG on Facebook