কুয়েতে প্রবাসীদের মানবেতর জীবনযাপন, কাজ পেলেও কম পারিশ্রমিক

১৯০ বাংলাদেশি শ্রমিক। পরিবার পরিজনের সুখের কথা ভেবে পারি জমিয়েছিলেন প্রবাসে। পরিবারের অভাব-অনটন দূর করতে একটু স্বচ্ছলতার আশায় নিজ দেশ ছেড়েছিলেন। কাজের সন্ধানে গিয়েছিলেন কুয়েতে। কিন্তু তারা পারেননি তাদের পরিবারে সুখের হাসি ফুটাতে। অনেকেই পূর্ব নির্ধারিত কোনো কাজই পাননি। আবার যারা কোনোমতে একটি কাজ পেয়েছিলেন তারা পাচ্ছেন না কাজের পারিশ্রমিক। ফলে মানবেতর জীবনযাপন করছেন এই বাংলাদেশি শ্রমিকরা।

kewet bd

ভুক্তভোগীরা জানান, কোম্পানির অবজ্ঞা-অবহেলায় পারিশ্রমিক পাচ্ছেন না তারা। শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে হুমকি-ধমকিসহ তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে।

এ প্রেক্ষিতে নিরূপায় হয়ে সম্প্রতি তারা বাংলাদেশের কুয়েত দূতাবাসের সামনে গিয়ে অবস্থান নেন এবং লিখিত অভিযোগ জমা দেন। দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব আবদুল লতিফ খান এ অভিযোগ গ্রহণ করেছেন।

তিনি শ্রমিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

Source: news24.online

BASUG on Facebook