চলতি বছর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম জিএফএমডি সম্মেলন। অনুষ্টিতব্য জিএফএমডি উদযাপনের জন্য একটা জাতীয় সিভিল সোসাইটি ফোরাম গঠন করা হয়েছে।
শনিবার (০৫ মার্চ) রাজধানীর বারিধারার ন্যাসেন্ট গার্ডেন হোটেলে ‘বাংলাদেশ সিভিল সোসাইটি কোঅর্ডিনেশন কমিটি ফর জিএফএমডি ২০১৬ (বিসিএসসিসি)’ শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জিএফএমডি হল- অভিবাসন ও উন্নয়নের মধ্যকার পারস্পারিক সম্পর্কের সহযোগিতা ও বোঝাপড়াকে ত্বরান্বিত করা, বাস্তবভিত্তিক ও কর্মকাণ্ডভিত্তিক ফলাফলকে পরিচালনা করার জন্যে একটি স্বেচ্ছাসেবী, অনানুষ্ঠানিক ও সরকার পরিচালিত প্রক্রিয়া।
২০০৭ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে এবছর দ্বিতীয়বারের মতো এশিয়া এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
বিসিএসসিসি মনে করে, অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অধিকার ও অভিবাসী কর্মীর মর্যাদার বিষয়টা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। জিএফএমডি আলোচ্যসূচি নির্ধারণে, আনুষ্ঠানিক সিভিল সোসাইটি দিবস ইস্যুগুলো তুলে ধরার ক্ষেত্রে অভিবাসনসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে আয়োজক দেশের সিভিল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
অনুষ্ঠানে ৪৩টি মানবাধিকার অভিবাসী সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন গবেষণা প্রতিষ্ঠান রিফ্যুজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসোর্স ইউনিট- রামরুর ড. সি আর আবরার। উপস্থিত ছিলেন ওয়ারবির সৈয়দ সাইফুল হক, আইন ও সালিস কেন্দ্রের নুর খান, ব্র্যাকের হাসান ইমাম, ওকাপে’র শাকিরুল ইসলাম, ইনাফির আতিকুন নবী, ও বাসুগের বিমান বড়ুয়া চৌধুরী প্রমুখ।
এছাড়া মাইগ্রেন্টস রাইটস ইন্টারন্যাশন্যাল’র প্রতিনিধি উইলিয়াম গয়েস, ও মাইগ্রেন্টস ফোরাম অব এশিয়া’র প্রতিনিধি টেটি ম্যাকাবুয়াগও একটি সেশনে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সি আর আবরার বলেন, অনুষ্ঠিতব্য জিএফএমডি-তে অভিবাসন বিষয়ে সিভিল সোসাইটির কণ্ঠ বিশ্বের কাছে তুলে ধরতে বিসিএসসিসি কাজ করবে। তবে শুধু বাংলাদেশের অভিবাসন নিয়ে নয়, বৈশ্বিক অভিবাসনের নানা সমস্যা নিয়েও
আলোচনা করা হবে এই প্লাটফর্মে।
সৈয়দ সাইফুল হক বলেন, বাংলাদেশ সরকার বৈশ্বিক নানা ফোরামে অভিবাসীদের অধিকার নিয়ে সরব। তারই অংশ হিসেবে এবার বাংলাদেশই জিএফএমডি’র আয়োজক।
‘এই প্লাটফর্মে তৃণমূল থেকে অভিবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশ্বের কাছে হাজির হতে কাজ করবে বিসিএসসিসি।’
© 2022 BASUG | Website developed by TriConsulting.nl