Source: probashirjibon.com
সরকারের বাপের টাকা দিয়া বিদেশ আসছি নাকি,আমার টাকা আমি কোন উপায়ে দেশে পাঠাবো তা নিয়া সরকারের এত মাথা ব্যথা কেন? আবুধাবিতে রেস্টুরেন্টের একজন বাংলাদেশীর মুখে এমন কথা শুনে আশ্চর্য্য হলাম।ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে টাকা পাঠানো নিয়া কি হল আপনার? আরে দেখেন না টিভিতে বিজ্ঞাপন দেখাচ্ছে সরকারের পক্ষ থেকে- বৈধ উপায়ে কেমনে টাকা পাঠাতে হবে ম্যানি এক্সেন্জ থেকে। ঠিকই তো আছে সমস্যা কোথায় – আরে ভাই হুন্ডির মাধ্যমে পাঠালে আমি কয়টা টাকা বেশি পাব,আমার কোন খরচো নাই,কয়টা টাকা বেশি পেলে আমার পরিবারের উপকার হবে।
আরে শালারা কেমনে টাকা পাঠাতে হবে দেখানোর পাশাপাশি কেমনে বিদেশে শ্রমিকেরা বিভিন্ন সমস্যায় সহোযোগিতা পাবে,কোথায় সরকারের মাধ্যমে গেলে ভাল বেতনের চাকরি পাওয়া যাবে এসব বিষয়ে বেশি করে বিজ্ঞাপন দেখান,আমাদের প্রবাশীদের উপকারে আসবে।নিজের বাপের জমি বিক্রি করি বিদেশ আসছি, সরকার এক টাকাও দেয় নাই!!!
বিদেশে আসি বিপদে যখন বাংলাদেশের এম্বাসিতে যাই কোন সহোযোগিতা করেনা,নিজের দেশের এয়ারপোর্টে যখন নামি আমাদের সাথে এমন বাজে ব্যবহার করা হয়, খুবই কষ্ট লাগে,ভিসা বন্ধ তাই আমরা ভাল কোন কাজ পেলোও যেতে পারি না।কেউ মারা গেলে বিদেশে তার লাশ দেশে পাঠাতে চাইলেও হয়রানির স্বীকার হতে হয়, প্লাসিকে রাখা গন্ধওয়ালা খাবার হাসিমুখে খাই,২০ জন মানুষের সাথে একই রুমে একসাথে ঘুমাই কয়টা টাকা বাচানোর জন্য!!!!!!
এত কিছুর পরেও আমরা যে রিভেনিউ দেশে পাঠাই তার মাধ্যমে কাজ করার নামে হরিলুট হয়, আমার সন্তানেরা তো ভাল একটি ভবিষ্যতের নিশ্চয়তাও দিতে পারছি না।কই সরকারকে তো দেখলাম না আমাদের এসব সমস্যা নিয়া কোন বিজ্ঞাপন বানাচ্ছে সকলের সেবার জন্য।কিন্তু আমাদের টাকা কেমনে তাদের হাত দিয়ে পাঠাতে হবে সেজন্য বেশ সচেতনতা দেখাচ্ছে।
তার ক্ষোভের প্রতিটা কথার যুক্তিকতা আছে,আসলেই তো আমাদের প্রবাসীদের সেবার ব্যাপারে কোন উদ্যেগ নেই,আমাদের প্রবাসীদের আহাজারী তাদের কানে পৌছে না,আমাদের রেমিটেন্স কমেছে তাই রেমিটেন্স বাড়ানোর জন্য বিজ্ঞাপন দেয়া শুরু করেছেন।লোকটার মুখে কথাগুলো শুনে আমার কোন উত্তর ছিলনা,কারণ আমিও তারমত ভুক্তভোগী প্রবাসী!!! আপনার কাছে কোন উত্তর আছে কি তাকে দেবার? থাকলে বলেন…
© 2022 BASUG | Website developed by TriConsulting.nl