Source: banglatribune.com
২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড। শনিবার সকালে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কাটাডের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত ফেলো ড. দেবপ্রিয়, নির্বাহী পরিচলক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
তৌফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলেও ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা পেতো তার সব সুবিধাই পাবে।’
© 2022 BASUG | Website developed by TriConsulting.nl