৮ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট সম্মেলন

পাঁচ দিন ব্যাপী ৯ম ”গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট” সংক্ষেপে জি এফ এম ডি আগামী ৮ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে। পাঁচ দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দুই দিন সিভিল সোসাইটি ডে’স প্রোগ্রাম এবং শেষের দু দিন গভর্নমেন্ট ডে’স প্রোগ্রাম। এর মাঝে ১০ ডিসেম্বর হলো কমন স্পেস যেখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটি এবং সরকারী প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ ডিসেম্বর সকাল ৯:৪৫ মিনিটে এই সম্মেলনের উদ্বোধন করবেন। বিশ্বের ১৫০ দেশের প্রায় ৮০০ সরকারী ও সিভিল সোসাইটি প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের ১৫ মন্ত্রী এই সম্মেলনে যোগ দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্বোধনী দিনে বক্তব্য রাখবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব, শহীদুল হক, সিভিল সোসাইটির চেয়ার কলিন রাজা ও কো-চেয়ার সাঙ্গে বুটানে। bd-pm-sh

বাসুগের কর্মসূচী

সম্মেলনের প্রথম দিন (৮ ডিসেম্বর) হল্যান্ডস্থ ডায়াসপোরা সংগঠন, বাসুগ আন্তর্জাতিক সংস্থা ইফাদের সাথে যৌথভাবে “ডায়াসপোরা  ইনভেস্টমেন্ট ইন রুরাল ডেভেলপমেন্ট – বিল্ডিং দি রোড টু অপর্চুনিটি, দি কেইস অফ বাংলাদেশ এন্ড সোমালিয়া” শীর্ষক এক আলোচনার আয়োজন করেছে।  এতে বক্তব্য রাখবেন ইফাদ কর্মকর্তা পেড্রো দ্য ভাস কনসেলস, বাসুগ চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া এবং সোমালীয় সংগঠন সুরাক্কর পরিচালক লী সোরেনসেন। এ ছাড়া বাসুগ চেয়ারম্যান প্রথম দিন ‘Creating Welcoming Societies and Ensuring social inclusion of diaspora and migrants’ এবং দ্বিতীয় দিন ‘Migrant and  Diaspora for  job creation, social entrepreneurship and public policy’ শীর্ষক দুটি পৃথক সেশনে যৌথ সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করবেন। এই দুই সেশনের অন্য সঞ্চালক হলেন যুক্তরাষ্ট্র ভিক্তিক মেক্সিকান প্রতিষ্টান, ফেডারেশন জ্যাকতেকানা পরিচালক, এফ্রেইন জিমিনেজ।bjicc-dhk-bd

উল্লেখ্য, প্রতিবছর এক একটি দেশে এই আন্তর্জাতিক সম্মেলন (জিএফএমডি) অনুষ্ঠিত হয়ে থাকে।  গেল বছর এই সম্মেলন হয়েছিল তুরস্কের রাজধানী ইস্তানবুলে। আগামী বছর অনুষ্ঠিত হবে জার্মানীর বার্লিন নগরে।  ২০১৮ সালের জিএফএমডি অনুষ্ঠিত হবে মরক্কো।  জিএফএমডি সিভিল সোসাইটি ডে’স প্রোগ্রাম আয়োজনে ৩১ সদস্য বিশিষ্ট যে আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটি আছে, বাসুগ তার অন্যতম সদস্য। ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য জিএফএমডি সম্মেলন আয়োজনে  ‘বাংলাদেশ সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটি’ নামে বাংলাদেশে যে কমিটি গঠন করা হয়েছে বাসুগ – বাংলাদেশ তার অন্যতম সদস্য। সম্মেলনে বাসুগ চেয়ারম্যান ছাড়াও বাসুগ উপদেষ্টা প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন (গ্রিফিত ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া) এবং ড. জিয়াউদ্দিন আহমদ (বেলজিয়াম) যোগ দেবেন।

২০০৭ সালে প্রথম জিএফএমডি অনুষ্ঠিত হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসসে।  বাসুগ ২০০৭ সাল থেকে প্রতিটি জিএফএমডি-তে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।